সলিমুল্লাহ মেডিকেলে ১৮ বছর পর সিরাত সেমিনারের আয়োজন

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মিলনায়তনে ১৮ বছর পর সীরাত সেমিনার ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ মাজহারুল শাহিনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব শাইখ সাদিকুর রহমান আল আজহারী ও মসজিদুল জুম্মা কমপ্লেক্স পল্লবীর খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

এছাড়া নাশিদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও মোহাম্মদ রাশেদুল ইসলামসহ ক্যাম্পাসের অন্যান্য শিল্পরা।

সেমিনারে কলেজের পক্ষ থেকে আলোচকদের ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোঃ মাজহারুল শাহিন।

সেমিনারে দুই শতাধিক সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। ১৮ বছর পর এই প্রথম সীরাত সেমিনার অনুষ্ঠিত হওয়ায় কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার