ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৭২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রগতি লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ইন্ডান্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৫০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসকে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, নিউলাইন ক্লোথিং, জিলবাংলা সুগার মিলস, এটলাস বাংলাদেশ, ওরিয়ন ইনফিউশন এবং আরামিট সিমেন্ট লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার