ক্যাটাগরি: জাতীয়

সচিবালয়ে জোর করে ঢুকে পড়ায় ৫৩ শিক্ষার্থী আটক

এইচএসসি পরীক্ষায় ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করে থানায় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

এর আগে এ দিন দুপুর ২টা ৫০ মিনিটে শতাধিক শিক্ষার্থী পরীক্ষার ‘ফল পুনঃমূল্যায়ন ও ভুল সংশোধনের’ দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।

এ সময় তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করেন। তারা সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে লাঠিচার্জ করা হয়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর মধ্যে কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে আটকা পড়েন। তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার