চলতি অক্টোবরের প্রথম ১৯ দিনে ১৫৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। সে হিসেবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭০ লাখ ডলার। গত মাসের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৪৭ কোটি ডলার।
আজ সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এ রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ৮০ লাখ ডলার ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৪ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে
বাংলাদেশে বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৫৪ কোটি ৬৩ লাখ ডলার, ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫৬ কোটি ১৯ লাখ ডলার এবং মাসের প্রথম ৫ দিনে ৪২ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছেন।
এমআই