ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংকের ৪৮ আর্থিক সাক্ষরতা কর্মশালা

শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে গত সেপ্টেম্বর মাসে ৪৮টি কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছে। যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার ৪ হাজারেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সাতটি বিভাগের (ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট) ১৯টি জেলায় আয়োজিত এই কর্মশালাগুলোর মূল আলোচ্য বিষয় ছিল বাজেটিং, সঞ্চয় এবং বিনিয়োগের মতো মৌলিক আর্থিক বিষয়াবলি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই সেমিনারগুলো আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনগুলোতে অংশগ্রহণকারীরা সঞ্চয়, বিনিয়োগের কৌশল, ঋণ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত জ্ঞান অর্জন করেন। কর্মশালাগুলোর জন্য বিশেষভাবে নির্বাচিত প্রশিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি ও কৌশল ব্যবহার করে তথ্য বিনিময় করেন।

আইএফআইসি বিশ্বাস করে, এই কার্যক্রম একটি সুদৃঢ় আর্থিক শিক্ষায় সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোতেও এই আর্থিক সাক্ষরতা কর্মসূচি অব্যাহত থাকবে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার