ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে আইসিবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ কোম্পানির মধ্যে ২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২০ অক্টোবর) আইসিবির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইফাদ অটোর শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৪ দশমিক ৫৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইডিএলসি ফাইন্যান্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার