ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

বিদায়ী সপ্তাহে (১৩ অক্টোবর-১৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৩ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ২৫ শতাংশ অবদান অগ্নি সিস্টেমসের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের সপ্তাহজুড়ে গড়ে ১৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা টেকনো ড্রাগসের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে গড়ে ১১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ৯ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৭ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৯ লাখ ৮০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৫ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার