দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৩৪ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫০ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৯৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭৫৯ জন। বাকি ১ হাজার ৯৯১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।