সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৯৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ১৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
বৃহস্পতিবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দার্ন ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, আরএসআরএম স্টিল, তমিজউদ্দিন টেক্সটাইল, মেট্রো স্পিনিং এবং নর্দার্ন জুট।
এমআই