দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আগামী শুক্রবার অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। এদিকে গুঞ্জন রয়েছে, বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। এর আগে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার কথা জানিয়ে ভক্ত-সমর্থকদের কাছে সমর্থনও চেয়েছেন সাকিব।
ভারত সিরিজ শেষ করেই আমেরিকায় উড়াল দেন সাকিব। সেখানে অবশ্য খেলা নিয়েই ব্যস্ত ছিলেন এই অলরাউন্ডার। এরইমধ্যে নীরবতা ভেঙে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। আলোচিত সেই স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন টাইগার এই অলরাউন্ডার।
সাকিবের এমন পোস্টের পরপরই অনেকের ধারণা, দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে সরকারের একটা পক্ষের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে তার।
এর আগে সাকিবের দেশে ফেরা নিয়ে সম্প্রতি এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা তো থাকার কথা নয়, আমি যতটুকু জানি। আর আইরে বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’
এমআই