ক্যাটাগরি: পুঁজিবাজার

গ্লোবাল হেভি কেমিক্যালসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৫২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টি’র শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

মঙ্গলবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৭ দশমিক ৬৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩৬ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৭ দশমিক ০৪ শতাংশ, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৭ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৮ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার