বেসরকারি খাতের আলোচিত পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হবে না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)। বিষয়টি স্পষ্ট করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন।
তিনি বলেন, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে প্রয়োজন তারল্য সহায়তা। ইতিমধ্যে ব্যাংকটিকে এক হাজার কোটি টাকা দেয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রয়োজনে আরো সহায়তা দেয়া হবে।
আর্থিক অবস্থা দুর্বল হলেও সবল ব্যাংকের তকমা লাগিয়ে পদ্মা ব্যাংকের সাথে একীভূত হওয়ার চুক্তি করেছিল এক্সিম ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নানা অব্যবস্থাপনা ও দুর্নীতি উঠে আসে। এমনকি দুর্নীতিতে নুয়ে পড়া ব্যাংকে তৈরি হয়েছে বড় আকারের তারল্য সংকট।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন এক্সিম ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদদের সদস্যরা। তারা ব্যাংকের নানা সমস্যা তুলে ধরেন গভর্নরের কাছে। চান তারল্য সহায়তা।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা নেব, যেটা আমাদের দুইমাসের জন্য হয়ে যাবে। পদ্মার সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এখনো কিছু বলেনি। আমি বলেছি, আগামী ৬ মাস পর্যন্ত যতক্ষণ ব্যাংককে সুস্থ্য না হবে ততক্ষণ একীভূত হবে না।
বাংলাদেশ ব্যাংক জানায়, ইতিমধ্যে এক হাজার কোটি টাকা তারল্য দেয়া হয়েছে এক্সিম ব্যাংকে। আরো সহায়তা দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিসুদ আরো বাড়ানো হবে বলেও জানান মুখপাত্র।
এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, এক্সিম ব্যাংক কিন্তু এর আগে এক হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। কাজেই তারা পায়নি এটা বলা যাবে না। ভবিষ্যতে তারা যে গ্যারিন্টির জন্য যে আবেদন করেছে সেটা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে।
এর আগে গত আগস্ট মাসের ২৯ তারিখ এক্সিম ব্যাংকের নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। দেড় মাস পেরিয়ে গেলেও, এখন পর্যন্ত সাবেক পর্ষদের আগ্রাসী ঋণ বিতরণের তথ্য উদঘাটন করতে পারেনি নতুন পর্ষদ।