বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।
রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সরেজমিনে দেখা যায়, ঘটনার পর থেকে মেডিসিন ভনের সামনে ভিড় করেন উৎসুক জনতা ও রোগীদের স্বজনরা। অনেক স্বজন রোগীদের উদ্ধারে আহাজারি করছেন। অনেকে আবার ছোটাছুটিও করছেন। আনসার সদস্য এবং হাসপাতালের সংশ্লিষ্টরা রোগীদের উদ্ধার করে ভবনের বাইরে নিয়ে আসছেন।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের একটি গোডাউনে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।
এমআই