সমাপ্ত সপ্তাহে (০৬ অক্টোবর-০৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৪৬টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে মেঘনা পেটের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৪ টাকা বা ১৫ দশমিক ২১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২২ টাকা ৩০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৬৪ শতাংশ। আর শেয়ারের দাম ১০ দশমিক ৩৪ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে রানার অটো পিএলসি।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম লাইফ, দেশ গার্মেন্টস, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফারইস্ট লাইফ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এমআই