ক্যাটাগরি: খেলাধুলা

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন তামিম ইকবাল

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি ছিল সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের দ্বন্দ্ব। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বপকাপের আগে এই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে। দুই তারকা ক্রিকেটারের দ্বন্দ্ব দেশের ক্রিকেটে ঠিক কতটা প্রভাব ফেলেছে, সেটা দেখা গেছে ওয়ানডে বিশ্বকাপের ফলাফলেই।

দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছেন সাকিব এবং তামিম। দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা দুই তারকা এই দুজন। বয়সভিত্তিক পর্যায় থেকে একসঙ্গে খেলে আসার সুবাদে সাকিব-তামিমের বন্ধুত্বের বিষয়টি এখন আর কারো অজানা নয়। তবে সেই বন্ধুত্ব একসময় এসে রূপ নেয় দ্বন্দ্বে।

সাকিব-তামিমের দ্বন্দ্বের কারণে ভক্তদের মধ্যেও একটি বিভাজন সৃষ্টি হয়েছে। তবে অনেকের আবার আক্ষেপ, দুই তারকা ক্রিকেটারের সম্পর্কটা ঠিকঠাক থাকলে লাভবান হতো দেশের ক্রিকেটই। এবার তামিমও তেমন আক্ষেপের কথাই শোনালেন। সম্প্রতি ভারতীয় ক্রীড়া সাময়িকী স্পোর্টস-স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন তামিম।

সাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি না হলে দেশের ক্রিকেটের জন্য ভালো হতো কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে। আমি বিশ্বাস করি, যদি আমাদের সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী হতো, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম-চেঞ্জার হিসেবে কাজ করত। আমরা দেশের জন্য অনেক দারুণ কিছু করেছি। দুজনেরই ইতিবাচক মানসিকতা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরাটাই করতে চেয়েছি।’

তবে সম্পর্কের ওঠানামা থাকলেও সাকিব এখনও বেশ সম্মান করেন তামিম। সাক্ষাৎকারে সাকিবকে দেশের সেরা তারকা হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। তামিম বলেন, ‘সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে যে কেউ কাউকে আঘাত করবেন না। শেষ পর্যন্ত আপনারা তো দেশের জন্যই খেলছেন। আমি কোনো গণমাধ্যমে বা সরাসরি তাকে (সাকিব) কিছু বলিনি। কারও সম্পর্কেই বলিনি। যা হোক, অবশ্যই বিশ্বাস করি, সাকিব বাংলাদেশের জন্য যা করেছে, অসাধারণ। সম্পর্ক যেমনই থাকুক, ওটা অস্বীকার করা যাবে না। সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।’

এমআই

শেয়ার করুন:-
শেয়ার