হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা ৪দিনের ছুটিতে যাচ্ছে দেশের পুঁজিবাজার। সেই অনুযায়ী আজ বুধবার সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৯ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১২০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৩৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৭টি কোম্পানির, বিপরীতে ৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম