ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ কোম্পানির মধ্যে ১৪২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৮ অক্টোবর) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জিপিএইচ ইস্পাতের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ০২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আফতাব অটোমোবাইলস।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এনআরবি ব্যাংক, লাভেলো আইসক্রিম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আরডি ফুড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার