ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংকের ২৫ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকার। আর ১২ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগ, লাফার্জ হোলসিম, গ্রামীণফোন, ইবনে সিনা ফার্মা, অগ্নি সিস্টেমস এবং এমজেএল বাংলাদেশ পিএলসি।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার