ক্যাটাগরি: পুঁজিবাজার

বিএসইসি ভবনে তালা লাগালো বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে টানা পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবন ঘেরাও করে মেইন গেটে তালা দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিএসইসি চেয়ারম্যানসহ সকল কর্মকর্তারা।

অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হঠাও দেশের পুঁজিবাজার বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান নিয়েছেন।

বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের সামনের সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ সমাবেশ করছেন। ফলে ভবনের মধ্যে থাকা বিএসইসি চেয়ারম্যানসহ সকল কর্মকর্তারা ভেতরে আটকা পড়েছে।

এর আগে বিনিয়োগকারীরা ১২ দফা দাবি জানিয়েছিলো। তবে ১২ দফা দাবির পরিবর্তে তাদের এখন এক দফা দাবি বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ। এর পেক্ষিতে বিএসইসি ভবনের দুই ফটকে তালা লাগিয়ে দেন তারা।

এদিকে বিনিয়োগকারীদের অবস্থানের কারণে বিএসইসি ভবনের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্যদের নিয়োগ করা হয়েছে।

সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে জানানো হয়, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে লংমার্চ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দালাল ও শেখ হাসিনার প্রেতাত্মা। তাকে আজকেই পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া ১২৭ জন ছাত্রলীগ কর্মীকেও পদত্যাগ করতে হবে।

এর আগে সকালের বৃষ্টি উপেক্ষা করে সাধারণ বিনিয়োগকারীর ব্যানারে ডিএসই এর পুরাতন ভবনের সামনে মানববন্ধন করছেন তারা। মানববন্ধন শেষে বিএসইসির উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচির মাধ্যমে বিএসইসি ভবনের সামনে জড়ো হন তারা।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার