সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচক বেড়েছে। তবে টাকার অংকে তলানিতে নেমেছে লেনদেন। এদিন চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ডিএসইতে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে।
এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ মোট ৩১৫ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২০৯ কোম্পানির। বাকি ১৩৮ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
এসএম