ক্যাটাগরি: পুঁজিবাজার

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও মানববন্ধনে বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে টানা পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঘেরাও এবং চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে মানববন্ধন করছেন সাধারণ বিনিয়োগকারীরা।

অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হঠাও দেশের পুঁজিবাজার বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালের বৃষ্টি উপেক্ষা করে সাধারণ বিনিয়োগকারীর ব্যানারে ডিএসইর পুরাতন ভবনের সামনে মানববন্ধন করছেন বিনিয়োগকারীরা।

বৃষ্টির কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় বিএসইসির উদ্দেশে লংমার্চ কর্মসূচির সময়সূচি কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা।

এবিষয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর বলেন, আজ বিএসইসির উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। আমরা বিনিয়োগকারীদের লংমার্চ কর্মসূচিতে যোগদান করতে আহ্বান জানাচ্ছি। বৃষ্টির কারণে পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে নাই, তাই লংমার্চ কর্মসূচি শুরু করতে একটু সময় নিচ্ছি। আশা করছি দুপুর ১টার মধ্যে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে পারব।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার