ক্যাটাগরি: পুঁজিবাজার

ডিএসইতে বড় পতন, প্রধান সূচক কমলো ১৩২ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইর প্রধান সূচক ১৩২ পয়েন্ট কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০২ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩২ দশমিক ২৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৫৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩২ দশমিক ৫১ পয়েন্ট কমে ১২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৯৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯টি কোম্পানির, বিপরীতে ৩৪৭ কোম্পানির দর কমেছে। আর ২২প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার