খেলাধুলা
সাকিবকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি
বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান এক নক্ষত্রের নাম। নক্ষত্রেরও একদিন থেমে যেতে হয়। সাকিবও থামছেন। ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। যদিও, চেয়েছেন দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে টেস্টকে বিদায় বলতে। দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে যা অনেকটা অসম্ভব। সেই হিসেবে কানপুরে নিজের শেষ টেস্টটি খেলে ফেললেন সাকিব।
শেষ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে ব্যর্থ সাকিব। বোলিংয়ে প্রথম ইনিংসে ভারতের চার উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে ছিল বিরাট কোহলির উইকেট। দুর্দান্ত এক ডেলিভারিতে কোহলিকে বোল্ড করেন সাকিব। বাংলাদেশ অবশ্য জিততে পারেনি ম্যাচ। সাকিবের সম্ভাব্য শেষটা তাই হলো হারের তিক্ততায়।
ম্যাচ হারলেও খেলা শেষে সাকিবকে বেশ ফুরফুরে মেজাকে দেখা যায়। কানপুরে আজ মঙ্গলবার (১ অক্টোবর) উপহারও পেয়েছেন তিনি। তাকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি। এমআরএফ কোম্পানির ব্যাট ব্যবহার করেন কোহলি। নিজ হাতে সাকিবকে ব্যাট দেন কোহলি। বিদায়ী উপহার দেওয়ার সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।
বিদায়ী টেস্টে দুই ইনিংসে সাকিব নিয়েছেন চার উইকেট। যার সবগুলোই প্রথম ইনিংসে। ব্যাট হাতে হতাশই করেছেন তিনি। লম্বা সময় ধরেই ব্যাটে রান নেই তার। কানপুরেও পারেননি ভালো করতে। দুই ইনিংস মিলিয়ে করেন ৯ রান। দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতাই।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিপিএলে দল হারালেন মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে একের পর এক ক্রিকেটারকে দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক ক্রিকেটারকে রিটেইনও করা হয়েছে। তবে এই দুই উপায়ে এখন পর্যন্ত দল পাননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলটির প্রথম শিরোপা জয়ে বড় অবদানও রেখেছিলেন তিনি। তবে এবারের আসরের জন্য তামিম এবং মুশফিককে রিটেইন করলেও রিয়াদকে আর ধরে রাখেনি ফরচুন বরিশাল। ফলে প্লেয়ার্স ড্রাফট থেকেই দল পাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
রিটেইনের নতুন নিয়মে দুজনকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে হিসেবে মুশফিক এবং তামিমকে রিটেইন করেছে বরিশাল। এছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
এবারের আসরের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ডেভিড মালান এবং ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে বরিশাল। গতবার প্রায় পুরো আসর খেললেও এবার পুরোটা সময় কাইল মায়ার্সকে পাচ্ছে না বরিশাল। টুর্নামেন্টের শেষদিকে বরিশালের স্কোয়াডে যোগ দেবেন তিনি এবং ডেভিড মিলার।
কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। গতবার অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর বরিশালের ডাগআউটের অংশ হলেও এবার তিনি থাকছেন না। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।
চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। টুর্নামেন্টটিকে সামনে রেখে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। ড্রাফটের জন্য ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
পাকিস্তানের নির্বাচক হলেন আলিম দার
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হতে যাচ্ছেন সময়ের আলোচিত ও বিখ্যাত আম্পায়ার আলিম দার। তার সঙ্গে নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলিও।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে এসব তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১০ দিন আগে পাকিস্তানের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। এরপরই নির্বাচক প্যানেলকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগী হয় পিসিবি।
আগে থেকেই নির্বাচক প্যানেলে ছিলেন সাবেক ডানহাতি ব্যাটাা আসাদ শফিক। পিসিবির নতুন পরিকল্পনায়ও নির্বাচক প্যানেলে থাকছেন তিনি।
পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠিত হবে অধিনায়ক, হেড কোচ ও ভোটের অধিকার বিহীন পাঁচজন সদস্য। এই কমিটির ডাটা অ্যানালিস্টের দায়িত্ব পালন করবেন হাসান চিমা। অন্যান্য গুরু দায়িত্বে থাকবেন জাভেদ।
এদিকে আলিম দারকে নির্বাচক প্যানেলে দেখে অবাক হয়েছেন অনেকেই। কয়েকদিন আগে আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা দেওয়া এই ক্রিকেটারের এখন বিশ্রাম নেওয়ার কথা। সেখানে কিনা তিনি হয়েছেন ভাঙাচোরা পাকিস্তান দলের নির্বাচক। দলের কঠিন সময়ে এই দায়িত্ব সামলাতে পারবেন কিনা আলিম দার, সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ক্রিকেটভক্তরা।
নতুন নির্বাচক প্যানেলের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কারণ, পাকিস্তান ক্রিকেটের অবস্থা এখন অত্যন্ত করুণ। দিনদিনই তাদের অবনতি হচ্ছে। সর্বশেষ শুক্রবার মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। এ নিয়ে টানা ৬ টেস্টে হারলো শান মাসুদের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট। আগামী সপ্তাহে এই সিরিজের সূচি ঘোষণা করা হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিপিএলে দেশি ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের রোমাঞ্চ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
সাধারণত তারকা ক্রিকেটাররা থাকেন টুর্নামেন্টের সর্বোচ্চ দামের তালিকায়। যদিও এবার সেই ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। যা আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ।
‘বি’ ক্যাটাগরিতে আছেন— আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মাশরাফি বিন মুর্তজা, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবরা। তাদের জন্য ৪০ লাখ টাকা করে পারিশ্রমিক ধরা হয়েছে।
এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে এবাদত হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, জাকির হাসানদের মত ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে এখনও আসন্ন বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। আগামী দুয়েকদিন অর্থাৎ ড্রাফটের আগে তাদের তালিকাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দেশি ক্রিকেটারদের মতো বিদেশিদেরও মূল্য ১০ লাখ করে কমানো হয়েছে এবার।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
দল গোছাচ্ছে বাংলা টাইগার্স, সাকিব-রশিদ ছাড়াও খেলবেন যারা
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। এর আগে ষষ্ঠ আসরেও আইকন তো বটেই দলটির অধিনায়কও ছিলেন তিনি।
এ ছাড়াও প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। গত আসরে চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এ আফগান লেগ স্পিনার।
এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে সাকিব-রশিদ ছাড়াও খেলবেন ইফতেখার আহমেদ, লাইম লিভিংস্টোন এবং হযরতুল্লাহ জাজাই।
পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। তৃতীয় আসরে প্রথমবার খেলতে নেমে টেবিলের তিনে থেকে শেষ করে তারা। সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফলতা।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এরপরই বিপিএলে যোগ দিতে পারেন সাকিব আল হাসান।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
অবসরের ঘোষণা দিলেন নাদাল
টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল।
নভেম্বরে মালাগায় ডেভিস কাপের ফাইনাল খেলেই র্যাকেট তুলে রাখবেন ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় নাদাল বলেন, আমি আপনাদের জানাতে চাই যে, পেশাদার টেনিস থেকে আমি অবসর নিচ্ছি। বাস্তবতা হলো, কয়েকটি বছর বেশ কঠিন ছিল আমার জন্য, বিশেষ করে শেষ দুই বছর। আমার মনে হয় না, সে সময় আমি বাধাহীনভাবে খেলতে পেরেছি।
তিনি আরও বলেন, কঠিন এই সিদ্ধান্ত নিতে বেশ সময় লেগেছে আমার, তবে জীবনে সবকিছুরই শুরু ও শেষ রয়েছে। আমি বিশ্বাস করি, এতো দীর্ঘ ও কল্পনার চেয়েও বেশি সফল ক্যারিয়ারের শেষ টানার এটাই সঠিক সময়।