সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে টাকার অংঙ্কে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি টাকা। যা গত ৩৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০১ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ২১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫০ পয়েন্ট কমে ১২৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ পয়েন্ট কমে ২০৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ৪ আগস্ট সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, বিপরীতে ২৪৪ কোম্পানির দর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম