ক্যাটাগরি: জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে পরামর্শ দিতে বলা হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এদিকে, বেলা দেড়টার দিকে সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তাদের ওপর চড়াও হয় পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

শিক্ষার্থীরা জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না। আজকের মধ্যে তাদের দাবি মেনে নিতে হবে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার