ক্যাটাগরি: পুঁজিবাজার

একমাসে প্রধান সূচক কমলো ২০৫ পয়েন্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্ন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে ৩৩ পয়েন্ট। চলতি মাসে বা সেপ্টেম্বরের প্রথম কার্যদিবসে প্রধান সূচক ছিলো ৫ হাজার ৮২৯ পয়েন্ট। মাস শেষে প্রধান সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৪ পয়েন্টে। অর্থাৎ ২১ কার্যদিবসে ডিএসইএক্স কমেছে ২০৫ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩০ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৬১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১২৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে ২০৫৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টি কোম্পানির, বিপরীতে ১৯৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার