ক্যাটাগরি: পুঁজিবাজার

কাট্টালি টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২০৫টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৯ সেপ্টেম্বর) কাট্টালি টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ১৬ দশমিক ৫৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাইয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মা।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ভিএফএস থ্রেড ডাইং, জিএসপি ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস, ফরচুন সুজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এডভেন্ট ফার্মা এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার