ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৯ সেপ্টেম্বর) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৫১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

রোববার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমার, শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম, আইসিবি ফার্স্ট অগ্রনী ব্যাংক ফান্ড, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার