ক্যাটাগরি: পুঁজিবাজার

শেয়ারবাজারে ২৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। একইদিনে লেনদেন হয়েছে ৪৮১ কোটি টাকা। যা ২৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ১৮ আগস্ট ৪৮০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১২৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ পয়েন্ট কমে ২০৬২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৩টি কোম্পানির, বিপরীতে ২০৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার