বিদায়ী সপ্তাহে (২২ সেপ্টেম্বর-২৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৩৪৯ টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে নিউলাইন ক্লোথিংসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৫ দশমিক ০৮ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২২ টাকা ৭০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের শেয়ারদর কমেছে ২৩ দশমিক ৭৮ শতাংশ। আর শেয়ারের দাম ২৩ দশমিক ৫৬ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শাইনপুকুর সিরামিকস।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএস ক্যাবলসের ২২ দশমিক ৮৬ শতাংশ, নাভানা ফার্মার ২২ দশমিক ৮৫ শতাংশ, খান ব্রাদার্সের ২১ দশমিক ৯১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২১ দশমিক ৭৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২১ দশমিক ০৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২০ দশমিক ৮৩ শতাংশ এবং ফু-ওয়াং ফুড লিমিটেডের ২০ দশমিক ৭৯ শতাংশ শেয়ার দর কমেছে।
কাফি