ক্যাটাগরি: অর্থনীতি

প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ায় দুটি রপ্তানিকারকের প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এছাড়া ভারতে প্রবেশের অপেক্ষায় আরও বেশ কয়েকটি ইলিশের ট্রাক বেনাপোল বন্দরে অবস্থান করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।

জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৩ অক্টোবর এর মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। যার প্রতি কেজি রপ্তানি মূল্য ১০ ইউএস ডলার ও বাংলাদেশি টাকায় ১ হাজার ১৮০ টাকা।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে দুটি রপ্তানি কারকের তিনটি ট্রাকে ১২ মেট্রিক ইলিশ ভারতে প্রবেশে অনুমতি পত্র পেয়েছে। এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ইলিশের মান ঠিক থাকায় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার