বাংলাদেশের সর্বোচ্চ হাটার রেকর্ড গড়লো শান্ত

বাংলাদেশের সর্বোচ্চ হাটার রেকর্ড গড়লো শান্ত
মুজিব শতবর্ষ উপলক্ষে ১০০ কি.মি. রাস্তা একদিনে পায়ে হেটে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড করেছে দেবিদ্বারের সাইফুল ইসলাম শান্ত। সে ২০ নভেম্বর প্রথম প্রহরে ( রাত ১২: ০১ ) রাজধানীর জিরো পয়েন্ট থেকে হাটা শুরু করে ঢাকা চট্রগ্রাম মহাসড় ধরে মোট ১০০ কিলোমিটার হেটে দেবিদ্বারে পৌছান। এতে তিনি সময় নেন ২২ ঘন্টা ২১ মিনিট।

হাটার মাঝে মহাসড়ক ও বাজারে ভিবিন্ন স্থানে করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতা সৃষ্টিতে ১০০০ ফেসমাস্ক বিতরণ করেন তিনি।

শান্ত অর্থসংবাদকে বলেন, আমি সারা বাংলাদেশ পায়ে হেটে দেখতে চাই এটা আমার একটি বড় স্বপ্ন।কিন্ত আমি আর্থিক ভাবে স্বচ্ছল না।তাই কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আমাকে সহযোগিতা করলে এ স্বপ্ন বাস্তবে রুপ পেত। শত কষ্টের মাঝেও আমার হাটা চালিয়ে যাবো।

সে দেবিদ্বার উপজেলার মো. সিরাজুল ইসলামের ছেলে।তিন ভাই বোনের মধ্যে শান্ত দ্বিতীয়।তার বাবা একজন ইলেক্ট্রিশিয়ান। সাইফুল যাত্রাবাড়ির দনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করেন। এর আগে তিনি ২০১১ সালে দেবিদ্বার রিয়াজ উদ্দিন পাইলট হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৩ সালে দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়