দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রায় আড়াই মাস পর আলু আমদানি করে মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এতে দুই ট্রাকে মোট ৭৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়।
আমদানিকারকের প্রতিনিধি ও ক্লিয়ারিং এজেন্ট পারভেজ হোসেন জানান, দেশের বাজারে আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব আলু আমদানি করা হয়েছে। আমদানি করা এসব আলু আসছে ভারতের জলপাইগুড়ি থেকে। আজকে প্রথমবারের মতো দুই ট্রাকে ৭৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর দাম ভালো পেলে আগামীতে আরও আমদানি বৃদ্ধি করা হবে। এতে বাজারে দাম আরও সহনীয় পর্যায়ে আসবে বলে তিনি জানান।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী মো. ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সর্বশেষ আলু আমদানি হয় চলতি বছরের ৮ জুলাই। এর মধ্যে ৭৮ দিন কোনো আলু আমদানি হয়নি এ বন্দর দিয়ে।
তিনি আরও বলেন, আলু আমদানিতে সরকারিভাবে কোনো নিষেধ না থাকলেও ব্যবসায়ীরা ব্যক্তিগত কারণে এতোদিন আলু আমদানি বন্ধ রেখেছিল। তবে আজকে ৭৮ দিন পর ভারত থেকে আবারও শুরু হয়েছে আমদানি।
এমআই