সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে।
এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১৪ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ মোট ৭১৮ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯৩ কোম্পানির। বাকি ২৬২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
কাফি