ক্যাটাগরি: অর্থনীতিব্যাংক

নীতি সুদহার আরও বাড়াবে বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির অধীনে আরও দুই দফায় নীতি সুদহার বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কনট্র্যাকশনারি মানিটরি পলিসি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে একবার পলিসি রেট বাড়ানো হবে। আগামী মাসেও একবার পলিসি রেট বাড়ানো হবে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার ৯ শতাংশ, যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে।

গভর্নর আরও বলেন, তারল্য সংকটে থাকা কিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা রয়েছে। কারণ এ ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনে।

এছাড়াও তিনি বর্তমানে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর নিট ডিপোজিট ইতিবাচক রয়েছে বলে জানান।

তিনি বলেন, গতকাল এসব ব্যাংকের ৮১০ কোটি টাকা নিট ডিপিজিট পজিটিভ ছিল। অর্থাৎ যে পরিমাণ ডিপোজিট আসছে, তার তুলনায় তুলছে কম।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার