টানা চতুর্থ দিনের মতো ভিসি নিয়োগের দাবীতে লাগাতার আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে এবং গত শনি ও রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ক্যাম্পাসের ঐতিহাসিক বটতলার প্রাঙ্গনে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে যেয়ে প্রায় আধাঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের হাতে সংস্কারমনা ভিসি চাই; বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই; সৎ ও সাহসী ভিসি চাই; ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই; ক্লিন ইমেজের ভিসি চাই লেখা সম্বলিত প্ল্যাকার্ড ফেস্টুন দেখা যায়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর, নাহিদ হাসান, তানভীর মন্ডলসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, গত কয়েকদিন আগে উপাচার্য নিয়োগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। সেই আল্টিমেটাম শেষ হয়ে গেছে কিন্তু এখনো প্রজ্ঞাপন পাইনি। ভিসি নিয়ে আমাদের আকাঙ্ক্ষাগুলো অবিলম্বে পূরণ করে দ্রুত যেন ভিসি নিয়োগ দেয়া হয়।
এসময় ইবি সমন্বয়ক বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রাখতে পারি কারণ তারা আমাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা যোগ্য লোককে দিবে এবং আমরা একটি যোগ্য লোককে পেতে যাচ্ছি। এর যদি ব্যতয় ঘটে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না।
প্রসঙ্গত, চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে ৮ আগস্ট একযোগে পদত্যাগ করেন ইবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হলেও ইবিতে না হওয়ায় ভিসি নিয়োগের দাবীতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
অর্থসংবাদ/সাকিব/এসএম