মেহেদী-নুরুলের ব্যাটে ঘুরে দাঁড়াল রাজশাহী

মেহেদী-নুরুলের ব্যাটে ঘুরে দাঁড়াল রাজশাহী
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে মেহেদি হাসান ও নুরুল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে বেক্সিমকো ঢাকাকে ১৭০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৬৫ রানে ৫ উইকেট হারানো রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে মূলত এই দুজনের ব্যাটিংয়ের কল্যানেই। ষষ্ঠ উইকেট জুটিতে ৮৯ রান যোগ করেন এই দুই ডানহাতি।

২০ বলে ৩৯ রান করে নুরুল হাসান আউট হয়ে গেলেও মেহেদি হাসান তুলে নেন অর্ধশত রান। ৩২ বলে ৫০ রান করেন মেহেদি। ৩ চার ও ৪ ছক্কায় তিনি তার ইনিংস সাজান।

এছাড়া ওপেনার আনিসুল ইসলাম ইমনের ব্যাট থেকে আসে ৩৫ রান। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ১৭ রান করে আউট হন। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করেন ৯ বলে ৫ রান।

বেক্সিমকো ঢাকাবেক্সিমকো ঢাকার পক্ষে মুক্তার আলী ৩টি উইকেট লাভ করেন। এছাড়া নাঈম হাসান, মেহেদি হাসান রানা ও নাসুম আহমেদ ১টি করে উইকেট দখল করেছেন।

এর আগে টসে জিতে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বেক্সিমকো ঢাকা।

অর্থসংবাদ/ এমএস/ ১৫: ৩৪/ ১১: ২৪: ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়