বেরোবি'তে পরীক্ষা নেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

বেরোবি'তে পরীক্ষা নেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়ার দাবিতে এ আন্দোলন শুরু করেন তারা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনে পার্কের মোড়ে মানবন্ধন করেন শিক্ষার্থীরা।পরীক্ষার দাবিতে মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে বেলা সাড়ে ১২টায় ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন তারা।

এসময় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মুখপাত্র তাবিউর রহমান প্রধান এবং সহকারী দু’জন প্রক্টর তাদের সঙ্গে দেখা করেন।পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।প্রশাসন আশ্বাস দিয়েছে, আজকালের মধ্যেই ইউজিসিকে চিঠি দিয়ে পরীক্ষা নেয়ার ব্যাপারে জানাবেন তারা।

তাবিউর রহমান প্রধান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবী নিয়ে আন্দোলনে নেমেছিলো। আমরা প্রশাসন থেকে আশ্বাস দিয়েছি ইউজিসিকে এ বিষয়ে চিঠি পাঠাবো। সেখান থেকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবী , আগামী দু’দিনের মধ্যে সিদ্ধান্ত না জানালে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো আশ্বাস আসে ততোক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো।

অর্থসংবাদ/এ এইচ আর ০৩:১১/ ১১:২৪:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি