ক্যাটাগরি: জাতীয়

একদিনে ট্রাফিক আইনে ৩ শতাধিক মামলা, জরিমানা ১২ লাখ

গেল কিছুদিন ধরে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় ট্রাফিক বিভাগগুলো সড়কে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) একদিনে ৩০৩টি যানবাহনকে মামলা ও ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর সবগুলো ট্রাফিক বিভাগে চলমান অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩০৩টি মামলা ও ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ৩২টি গাড়ি ডাম্পিং ও ২০টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

শেয়ার করুন:-
শেয়ার