বাইডেনের মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা

বাইডেনের মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল সোমবার মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পাচ্ছেন। আর হোমল্যান্ড সিকিউরিটিতে প্রথমবারের মতো লাতিন এক ব্যক্তি নিয়োগ পাচ্ছেন।

সিএনএনের খবরে জানা যায়, কিউবার বংশোদ্ভূত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে এই বিভাগের নেতৃত্বের জন্য মনোনীত করেছেন বাইডেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা।

বাইডেন অর্থমন্ত্রী হিসেবে জানেট ইয়ালেনের নাম ঘোষণা করতে পারেন। মনোনয়ন নিশ্চিত হলে প্রথম নারী অর্থমন্ত্রী হবেন ইয়েলেন।

বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জ্যাক সুলিভান।

প্রশাসনের কাজ দ্রুত গুছিয়ে নিচ্ছেন বাইডেন। মন্ত্রিসভার জন্য বাইডেন যেভাবে সদস্য বাছাই করেছেন, তাতে তাঁর অভিজ্ঞতার ছাপ রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বাইডেন জলবায়ু বিভাগের দায়িত্ব দিতে পারেন। প্যারিস জলবায়ু চুক্তিতে কেরি ভূমিকা রেখেছিলেন।

বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘মনোনীত সবাই সৃজনশীল ও সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ। নতুন সময়ে পুরোনো ধ্যানধারণা ও অভ্যাস থেকে বেরিয়ে এসে তাঁরা সবাই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখেন। এ কারণে আমি তাঁদের বাছাই করেছি।’
সিনেট ইনটেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গোয়েন্দা সংস্থার নেতা হিসেবে হেইনসের নিয়োগ নিশ্চিত করতে রিপাবলিকানদের দিকে ঝুঁকেছে।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, এভলোর হেইনস চৌকস ও দক্ষ। তাঁর ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে দায়িত্বপালন করার যোগ্যতা রয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত দুই পক্ষের সিনেটরদের প্রশ্নবাণে জর্জরিত হবেন হেইনস। তবে আমাদের তাড়াতাড়ি নিয়োগ নিশ্চিত করতে হবে, যিনি গত চার বছরে গোয়েন্দা সংস্থায় যেসব ক্ষতি হয়েছে তা পূরণ করতে পারবেন।’

অর্থসংবাদ/ এমএস/ ১১: ২২/ ১১: ২৪: ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া