ক্যাটাগরি: অর্থনীতি

উৎপাদনে ফিরল কর্ণফুলী পেপার মিলস

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড প্রায় এক মাস পর উৎপাদনে ফিরল। গতকাল বুধবার রাত থেকে উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। এক মাস আগে কাঁচামালসংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ ছিল।

এদিকে কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেপিএমের মহাব্যবস্থাপক আবুল কাশেম বলেন, গতকাল বুধবার সকাল থেকেই কেপিএমের উৎপাদন শুরু করার উদ্যোগ নেওয়া হয়।

বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে গতকাল রাত থেকেই কেপিএমের উৎপাদন চালু হয়েছে। বর্তমানে মিলের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ৮ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়েছে। ইতিমধ্যে কাগজ উৎপাদনের সব প্রক্রিয়া চালু হয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার