ক্যাটাগরি: অর্থনীতি

বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ

গত মাস বা আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ কমেছে। যা এখন ৬৮১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে ভারত বাংলাদেশে ৯৪৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। বাংলাদেশে ভারতের প্রধান রপ্তানি পণ্য তুলা, যার রপ্তানি কমেছে প্রায় ১০ শতাংশ।

বস্ত্র ও পোশাক পণ্যের রপ্তানি আদেশ কমায় এই পতন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।

রপ্তানি আদেশ কমায় ভারতের টেক্সটাইল শিল্পেও প্রভাব পড়েছে। ভারতের টেক্সটাইল শিল্প বাংলাদেশে কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করে।

কাফি

শেয়ার করুন:-
FacebookFacebookXXWhatsappWhatsappFacebook MessengerFacebook MessengerTelegramTelegram
AddThis Website Tools
শেয়ার