ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ১২ পয়েন্ট। একইদিনে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি টাকা। তবে আগের সপ্তাহের শেষদিনে সূচকের নেতিবাচক প্রতিক্রিয়া থাকলেও ৬৩৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৯৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১২৪৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ২০৭৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টি কোম্পানির, বিপরীতে ২২৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার