ক্যাটাগরি: ব্যাংক

বিডিবিএল থেকে মহিলা লীগ নেত্রী রোজিনাকে অপসারণ

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে মহিলা লীগের নেত্রী রোজিনা নাছরিনকে অপসারণ করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এ সংক্রান্ত্র একটি নির্দেশনা জারি করা হয়েছে। আফছানা বিলকিস মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই নির্দেশনায় সই করেছেন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রোজিনা নাছরিনকে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হলো।

জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক বিবেচনায় বিডিবিএল’র পরিচালক হওয়া রোজিনা নাছরিন ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৭ সালে কুয়েত-মৈত্রী হলের সভাপতি, ১৯৯৯ সালে সমাজ-কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

গত বছর তাকে মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার