ক্যাটাগরি: জাতীয়

মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান জানান, পাহাড়তলী রেলওয়ে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রসিদ না রাখা ও মূল্য কারচুপির অপরাধে মেসার্স মীম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স শফি ট্রেডার্সকে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার