ক্যাটাগরি: পুঁজিবাজার

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৮২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৫ সেপ্টেম্বর) ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪২ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। আর ২০ পয়সা বা ৪ দশমিক ৬৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমবি ফার্মার ৬ দশমিক ৪১ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৫ দশমিক ৪০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪ দশমিক ৫৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪ দশমিক ৫৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৩৪ শতাংশ, এপোলো ইসপাতের ৪ দশমিক ২৫ শতাংশ এবং রিজেটে টেক্সটাইল মিলস লিমিটেডের ৪ শতাংশ দর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার