ক্যাটাগরি: পুঁজিবাজার

সপ্তাহ ঘুরতেই নিম্নমুখী শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ১৪ পয়েন্ট। একইদিনে লেনদেন হয়েছে ৬৬৭ কোটি টাকা। তবে আগের সপ্তাহের শেষদিনে সূচকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭১১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়ে ১২৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ২২ পয়েন্ট কমে ২০৮৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৯টি কোম্পানির, বিপরীতে ১৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার