দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা অনেকটাই স্বাভাবিক উৎপাদনে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সাভার ও আশুলিয়া এলাকায় ঘোষণা অনুযায়ী আজ প্রায় সব কারাখানাই খুলেছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটি জানায়, এখন পর্যন্ত ৭টা কারখানা বন্ধ আছে, ৬টি খোলার পরও উৎপাদন বন্ধ রেখেছে; তবে শ্রমিক অসন্তোষের কোন ঘটনা নেই।
সাভার ও আশুলিয়া এলাকার বাকি ৩৯৪টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে বলেও নিশ্চিত করেছে বিজিএমইএ।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর রাতে চলতি মাসের প্রথম থেকেই দেশের পোশাকখাতসহ শিল্পাঞ্চলগুলোতে শুরু হওয়া অস্থিরতার পর পরিস্থিতি উন্নতি হওয়ায় রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সব পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছিল বিজিএমইএ।
মূলত শিল্পাঞ্চলসহ পোশাক কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে সরকারের আশ্বাস এবং শ্রমিক সংগঠনগুলোর নেতাদের শ্রমিকদের কাজে ফেরানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
তিনি বলেন, পোশাক কারখানায় নিরাপত্তা দেয়ার ব্যাপারে সরকার আশ্বাস দিয়েছে। রোববার সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে সে কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এমআই