রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসলো পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, রাইট শেয়ার ইস্যুর আবেদন প্রত্যাহার করেছে অগ্রণী ইন্স্যুরেন্স। তবে কী কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে তা জানানো হয়নি। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত থেকে সরে আসছে অগ্রণী ইন্স্যুরেন্স।
এর আগে গত ৩১ মার্চ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি জানায়, ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যু করবে, যার মূল্য ১০ টাকা। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে।
এমআই