ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে কনফিডেন্স সিমেন্ট

বিদায়ী সপ্তাহে (০৮ সেপ্টেম্বর-১২ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ২৭১ টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কনফিডেন্স সিমেন্টের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৬৮ টাকা ৩০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। আর শেয়ারের দাম ১৩ দশমিক ৯২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খুলনা পাওয়ার।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ১৩ দশমিক ৮৭ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১৩ দশমিক ১৯ শতাংশ, আইসসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ১২ দশমিক ৮৪ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২ দশমিক ৭১ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১১ দশমিক ৯৭ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ১১ দশমিক ৫৬ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ দশমিক ৭৪ শতাংশ শেয়ার দর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার